রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় শিকু মোল্লা (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী ও গোয়ালন্দে বিদ্যুতর খুঁটিতে লাইন টানার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদ হাসান (২৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে পাংশা-বাহাদুরপুর আঞ্চলিক সড়কের সরদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিকু মোল্লা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পশ্চিম চরঝিকরি গ্রামের জামাল মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে পাংশা থেকে মোটরসাইকেল যোগে শিকু ও রাকিব বাড়ি ফিরছিলো। পথে সরদারপাড়া এলাকায় পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভটভটির সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা শিকু ও রাকিবকে গুরুতর আহত অবস্থায় পাংশা হাসপাতালে নিয়ে আসে। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিকু মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত রাকিবকে চিকিৎসা দেয়া হচ্ছে।

অপরদিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিদ্যুতের খুঁটিতে লাইন টানার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদ হাসান (২৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে জেলার গোয়ালন্দ উপজেলার আখ সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাহিদ হাসান যশোর জেলার মেহেরপুর কেশবপুর গোপসেনা গ্রামের মো. নাসিরের ছেলে।

নিহত নাহিদের চাচাতো ভাই ও বৈদ্যুতিক লাইন টানার কাজের ফোরম্যান আব্দুল কাদের বলেন, ‘গত ২৫ দিন আগে নাহিদ যশোর থেকে রাজবাড়ীতে কাজে আসে। বুধবার সকালে খুঁটিতে কাজ করার সময় সে ওপর থেকে নিচে পড়ে যায়। দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. এস এম তারেক আনাম জানান, ‘নাহিদকে আসলে মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসে লোকজন। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানা পুলিশকে জানানো হয়েছে। তবে নাহিদের চোখে রক্ত ঝরছিল।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top