মিথ্যা অভিযোগের প্রতিবাদ জামায়াতে ইসলামীর

একটি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণে ৫ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদনে মার্কিন কংগ্রেসম্যান জিম ব্যাংকসের কথিত প্রস্তাবের বরাত দিয়ে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে প্রচারিত মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক মোঃ তাসনীম আলম ৬ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন কংগ্রেসম্যান জিম ব্যাংকসের উত্থাপিত বলে কথিত প্রস্তাবের বরাত দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইন সংস্করণে গত ৫ মার্চ প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ৪ মার্চ আমরা কথিত এই প্রস্তাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিলাম। তা সত্ত্বেও দৈনিকটির অনলাইন সংস্করণে এ ধরনের হীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট প্রকাশ অত্যন্ত দুঃখজনক। শুধু তাই নয় যে সব সংবাদপত্র জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা জামায়াতের প্রতিবাদ প্রকাশ করার মত নৈতিক সাহসটুকুও দেখাতে পারছেন না।

এই প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমি স্পষ্টভাবে জানাতে চাই, সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও আহমদিয়াদের (কাদিয়ানী) ওপর হামলা এবং স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ লোক মারা যাওয়া, ১০ লক্ষ লোকের বেশি গৃহহীন হওয়া ও ২ লক্ষ নারী ধর্ষিতা হওয়ার ঘটনার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। আল-কায়দা বা তালেবানদের সাথেও জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যেই এ দুটি সংগঠনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

অতি সম্প্রতি পঞ্চগড়ে সরকারের ছত্রছায়ায় স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কারা আহমদিয়া বা কাদিয়ানী ও পুলিশের উপর প্রকাশ্যে হামলা এবং লুটপাট চালিয়েছে তা দেশবাসী প্রত্যক্ষ করেছে। হামলাকারীদের খুশী করার জন্য সরকার কাদিয়ানীদের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। সেই হামলার রিপোর্ট ১৩ ও ২৩ ফেব্রুয়ারি জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে ছাপা হয়েছে। তা সত্ত্বেও কেন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে উদোরপিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর চেষ্টা করা হচ্ছে?

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক যুগান্তর পত্রিকা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top