জামায়াত সম্পর্কে বিএনপির করণীয় বললেন তথ্যমন্ত্রী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে বিএনপির করণীয় সম্পর্কে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার তথ্য কমিশন আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, ‘বিএনপির উচিত হবে অবিলম্বে জামায়াতকে ছেড়ে দেয়া।’

অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য অধিকার আইনের ব্যবহার বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে প্রত্নতত্ত্ব ভবনে। তথ্যমন্ত্রী ওই কর্মশালার উদ্বোধন করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির মত একটি রাজনৈতিক দল যখন জামায়াতের আশ্রয়দাতা প্রশ্রয়দাতা হয়, তাদের জোটের মধ্যে যখন জামায়াত থাকে তাদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরী হয়, প্রতিবন্ধকতা তৈরী হচ্ছে। আমি আশা করব বিএনপি ইউএস কংগ্রেসের এ প্রস্তাবের পর তারা জামায়াতের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে এ ঘোষণা দেবে।’

হাছান মাহমুদ জানান, টেলিভিশন সাংবাদিকতার সুযোগ সুবিধা বৃদ্ধি করতে তিনি প্রথমদিন থেকে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, ‘বেগম খালেদা জিয়া রাজবন্দী নন, তিনি সাজা প্রাপ্ত আসামী, জেলহাজতে তাকে নজিরবিহীন সুযোগ সুবিধা ও চিকিৎসার ব্যবস্থা সরকার করেছে।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top