আবার আত্মঘাতি হামলায় কেঁপে উঠলো আফগানিস্তান। বুধবার পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে এক বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত ১৬ জন। ঘটনাস্থলটি জালালাবাদ বিমানবন্দরের খুব কাছে।
শহরটির একটি বেসরকারি নির্মাণ সংস্থার অফিসের বাইরে এ হামলা চালানো হয়। নিহতরা সবাই প্রতিষ্ঠানটির আফগান কর্মী। নানগরহার প্রাদেশিক সরকারের একজন মুখপাত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, দুই আত্মঘাতী বোমা হামলাকারী ওই নির্মাণ সংস্থার অফিসের বাইরে এসে বিস্ফোরণ ঘটালে এ প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ওই নির্মাণ সংস্থার প্রহরীও রয়েছেন।
নিহত পাঁচ হামলাকারীর মধ্যে দুজন আত্মঘাতী ও তিনজন বন্দুকধারী ছিল বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে ওই অঞ্চলটিতে আইএসের শক্ত অবস্থান রয়েছে।