পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার পর তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে পাঞ্জাব প্রাদেশিক সরকারের এক মন্ত্রীকে বরখাস্ত করায় পাকিস্তান প্রশাসনের প্রশংসা করেছেন ভারত অধিকৃত কাশ্মিরের নেতার। তারা বলেন, পাকিস্তান দারুণ একটি কাজ করেছে। অথচ আমাদের দেশে কেউ মুসলিমদের বিরুদ্ধে কথা বললে প্রতিবাদও হয় না।
পিটিআই নেতা ও পঞ্জাব প্রদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ফয়জুল হাসান চৌহান একদিন আগে পাক ভারত উত্তেজনা নিয়ে কথা বলতে গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। রয়টার্স জানিয়েছে, তিনি সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে ‘গোমূত্র পানকারী’ বলে মন্তব্য করেন। এই বক্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে পাকিস্তানে। এরপর কেন্দ্রিয় সরকার ওই মন্ত্রীকে বরখাস্ত করে।
ফয়জুলকে এ ভাবে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভাতর অধিকৃত কাশ্মিরের দুই নেতা, পিডিপি-র মেহবুবা মুফতি এবং ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাহ। মেহবুবা টুইট করেন, ‘খুবই আপত্তিকর মন্তব্য করেছিলেন ওই পাকিস্তানি মন্ত্রী। তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এখানে তো কেউ যত সাম্প্রদায়িক কথা বলবে, যত মুসলিম-বিদ্বেষ দেখাবে, ততই সে প্রশংসা পাবে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ টুইটারে লিখেছেন, ‘হিন্দু-বিরোধী মন্তব্য করার জন্য পাকিস্তানি মন্ত্রীকে ইস্তফা দিতে হল। কিন্তু ভারতে এক রাজ্যপাল কাশ্মিরিদের বয়কটের ডাক দিলে তাকে কেউ ভর্ৎসনাও করে না। আমরা সব সময়ে নিজেদের পাকিস্তানের সঙ্গে তুলনা করি। কিন্তু এই বিষয়টিও ভাবা দরকার।’
দলের নেতার এই মন্তব্য নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সরাসরি মুখ না খুললেও, তার বিশেষ সহযোগী নইমুল হক বলেছেন, ‘সরকার এই ধরনের নির্বুদ্ধিতা সহ্য করবে না।’ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও টুইট করেছিলেন তিনি। টুইটারে হকের সঙ্গে গলা মেলান পাক মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারি এবং অর্থমন্ত্রী আসাদ উমরও। উমর বলেন, ‘আমাদের জাতীয় পতাকায় শুধু সবুজ রঙ নয়, সাদাও রয়েছে। এই সাদা রংটা সংখ্যালঘুদের কথা মাথায় রেখে। হিন্দুদের ছাড়া আমরা অসম্পূর্ণ।’ সূত্র : আনন্দবাজার