জামায়াতের সাবেক এমপি শামসুল ইসলাম কারামুক্ত

পাঁচ মাস পর জামিনে মুক্তি পেয়েছেন চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা শামসুল ইসলাম। গতকাল মঙ্গলবার তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন।

এর আগে গত বছরের ২৩ সেপ্টেম্বর তিনি একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। পরে সেই মামলায় জামিন পেলেও দেশের বিভিন্ন স্থানে দায়ের করা নতুন নতুন মামলায় তাকে বারবার গ্রেফতার দেখিয়ে কারাগারে আটক রাখা হয়।

গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে তিনি চট্টগ্রাম-১৫ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন।

এর আগেও একবার ২৩ মাস, আরেক বার ১০ মাসসহ বহুবার জেল খেটেছেন তিনি।

সাতকানিয়া উপজেলার বারদোনা গ্রামে জন্ম নেয়া এ জামায়াত নেতা ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। পরবর্তীতে দীর্ঘদিন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীরের দায়িত্ব পালন শেষে বর্তমানে কেন্দ্রীয় নায়েবে আমীর পদে নিযুক্ত রয়েছেন।

কারামুক্তির পর মুঠোফোনে নয়া দিগন্তের এ প্রতিবেদকের সাথে কথা হয় সাবেক এই এমপির। তিনি বলেন, ‘মিথ্যা মামলার মাধ্যমে আমাকে কারারুদ্ধ করে রেখেছিল মামলাবাজ সরকার। বর্তমানে দেশে এক নাজুক পরিস্থিতি চলছে। আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্র, বাকস্বাধীনতা শব্দগুলো বলতে গেলে অভিধান থেকে মুছে দিয়েছে এই সরকার। এই দুঃসময়েও লোহাগাড়া-সাতকানিয়াসহ সারাদেশের মানবজাতির মুক্তির জন্যে অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করেছে। আমাদের অনেক নেতাকর্মীকে মিথ্যা মামলায় জেল খাটতে হয়েছে। অনেকেই আহত হয়েছেন। আমি তাদের ত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং মহান আল্লাহর দরবারে তাদের ত্যাগের জন্য উত্তম প্রতিদান কামনা করছি।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top