চলন্ত সিএনজি থেকে ব্যাগ ছিনতাই, গাড়ি চাপায় নারী নিহত

চলন্ত সিএনজি থেকে ব্যাগ ছিনিয়ে নেয়ার সময় সড়কে পড়ে গাড়ি চাপায় নিহত হয়েছেন এক নারী। নিহত নারীর নাম বেদেনা বেগম। তিনি শিবালয় উপজেলা সদরের ডাক্তারখানা এলাকার সায়েদ আলীর স্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলা ফলসাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর স্বামী সায়েদ আলী বলেন, এক আত্মীয়ের দাফন সম্পন্ন করে মঙ্গলবার সন্ধ্যায় একটি সিএনজি অটোরিক্সায় করে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় পৌছলে পিছন থেকে একটি প্রাইভেটকার তাদের সিএনজির গতিরোধের চেষ্টা করে।

একপর্যায়ে সিএনজি কিছুটা গতি কমালে প্রাইভেটকারের ভেতর থেকে হাত বাড়িয়ে আকম্মিক তার স্ত্রীর ব্যাগ ধরে টান দেয় ছিনতাইকারীরা। এসময় বেদেনা বেগম সড়কের ওপর পড়ে যায়। এসময় পেছন থেকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, ছিনতাইকারীরা দ্রুতগতিতে প্রাইভেটকার ঘুরিয়ে ঢাকার দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত দুই ছিনতাইকারীকে স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ আটক করে হাসপাতালে ভর্তি করে। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ উদ্ধার করা হয়। আটককৃতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। রাতেই দুমরে-মুচরে যাওয়া প্রাইভেটকারটি রেকার দিয়ে উদ্ধার করা হয়।

আটককৃত দুই ছিনতাইকারী হলেন- সাভারের রাজাশাল গ্রামের রশিদের ছেলে মাসুদুর রহমান ও ফরিদপুরের কোতোয়ালি থানার আবু তাহেরের ছেলে নুর ইসলাম।

শিবালয় থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে তিনি জানান। ময়নাতদন্তের জন্য নিহত নারীর লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানা যায়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top