টয়লেটের কথা বলে ঢাকা মেডিকেল থেকে পালালো আসামী

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টয়লেটে যাওয়ার কথা বলে চিকিৎসাধীন ডাকাতি মামলার এক আসামী পালিয়েছে। ওই আসামীর নাম ইদ্রিস আলী (৪৫)। তিনি ঢামেকের ১০২ নম্বর ওয়ার্ডের ২৬ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিরাপত্তা কর্মীদের চোঁখ ফাঁকি দিয়ে পালিয়ে যান ইদ্রিস।

মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার ওসি আওলাদ হোসেন জানান, ইদ্রিস গত ২ ফেব্রুয়ারি চিত্রারচর এলাকা থেকে ডাকাতি করতে গেলে জনতার হাতে আটক হন। পরে তাকে ডাকাতি মামলায় আটক করা হয়। জনতার গণধোলাইয়ে আহত হওয়ায় ওইদিনই তাকে চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়। সেদিন থেকে চিকিৎসাধীন ছিলেন। রাজারবাগ পুলিশ লাইন্সের দুই কন্সটেবল ও ঢামেকের একজন আনসার তাকে পাহারার দায়িত্বে ছিলেন। টয়লেটে যাওয়ার কথা বলে তিনি পালিয়ে যান। তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। ইদ্রিস শরীয়তপুরের জাজিরার চিত্রারচর গ্রামের রহমান মাতবরের ছেলে বলেও জানান তিনি।

ঢামেক হাসপাতাল সূত্র জানায়, ইদ্রিস আলীর শরীরে গুলি ছিল। সেটি অপারেশন করার জন্য কয়েকদিন আগে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে। গতকাল প্রাকৃতিক কাজ সারার কথা বলে সাড়ে ছয়টার দিকে টয়লেটে যান। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। পরে পুলিশ টয়লেটের দরজা ভেঙ্গে দেখে ভেতরে জানালার গ্রিল ভাঙ্গা। সবার চোঁখ ফাঁকি দিয়ে সে টয়লেটের জানালা দিয়ে পালিয়ে যায়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top