পাকিস্তানের নিশ্চয়তা দাবি, এবার কী করবে ভারত!

ভারতে অনুষ্ঠিতব্য ইভেন্টে অংশ গ্রহণের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে ভিসার নিশ্চয়তা চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির পরবর্তী বড় দুটি ইভেন্টের আয়োজক ভারত। তবে পার্শ্ববর্তী দুই দেশ-ভারত-পাকিস্তানের মধ্যকার সম্পর্কটা ভালো না থাকায় আইসিসির কাছে ভিসার নিশ্চয়তা চেয়েছে পিসিবি।

গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা হামলার পর আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানকে এক ঘরে করার চেষ্টা করছে ভারত। এমনকি আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বের করে দেয়ার দাবিও জানিয়েছিল ভারত।

তারই প্রেক্ষাপটে ভারতে অনুষ্ঠিতব্য দুটি বড় ইভেন্ট ২০২১ টি-২০ বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে ভিসা ইস্যুটি তুলেছে পাকিস্তান। আইসসিসির কাছে ভিসার নিশ্চয়তা চেয়েছে।
দুবাইয়ে আইসসিসির সভায় বিষয়টি তোলেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। প্রতি উত্তরে আইসিসি বলেছে বিষয়টি অনেক আগে তোলা হয়েছে।

বেশ কিছু দিন যাবত ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় ক্রিকেটীয় সম্পর্ক নেই। কেবলমাত্র আইসিসি ইভেন্টে একে অপরের বিপক্ষে খেলছে দল দুটি।
দিল্লিতে অনুষ্ঠিত শুটিং বিশ্বকাপে পাকিস্তানি শুটারদের ভারত ভিসা না দেয়ার কয়েক দিন পরই আইসিসির কাছে এ অনুরোধ জানালো পিসিবি।

রোহিতের প্রথম ‘শূন্য’
দেশের মাটিতে ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মতো ‘শূন্য’ রানে আউট হলেন ভারতের ওপেনার রোহিত শর্মা। আজ নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রানের খাতা খোলার আগেই আউট হন রোহিত। দেশের মাটিতে প্রথম বার শূন্য রানে আউট হন তিনি।

নাগপুরে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত। শিখর ধাওয়ানকে নিয়ে ইনিংস শুরু করেন রোহিত। ইনিংসের প্রথম ওভারেই স্ট্রাইকে ছিলেন তিনি। বোলার ছিলেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। প্রথম পাঁচ বল থেকে কোন রানই নিতে পারেননি রোহিত। ওভারের শেষ বলে অফ-স্টাম্পের বাইরে বাউন্স দেন কামিন্স। সেই বলকে আপার কাট করেন রোহিত। তার হিট করা বল থার্ড-ম্যানে দাঁড়ানো বল অস্ট্রেলিয়ার ফিল্ডার এডাম জাম্পার হাতে গিয়ে জমা পড়ে। এতে ৬ বল মোকাবেলা করে কোনো রানই করতে পারেননি রোহিত। একই সাথে দেশের মাটিতে প্রথম শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়েন।

আজকের ম্যাচসহ ভারতের মাটিতে ৫৬টি ওয়ানডেতে ৫৫ ইনিংসে ৯টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরিতে ২৯৩৪ রান করেন রোহিত। ভারতের বাইরে বিদেশের মাটিতে ১২টি ডাক মেরেছেন তিনি।

বিশ্বরেকর্ড গড়লেন কোহলি
অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত ৯ হাজার রানের বিশ্বরেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আজ নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১১৬ রান করে আউট হন তিনি। এই ইনিংস খেলার পথে ব্যক্তিগত ২২ রানে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে ৯ হাজার রান পূর্ণ করেন কোহলি। ১৫৯তম ইনিংসে অধিনায়ক হিসেবে এ রেকর্ড গড়েন তিনি ফলে পেছনে পড়ে যান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ২০৩ ইনিংসে অধিনায়ক হিসেবে ৯ হাজার রান পূর্ণ করেছিলেন পন্টিং।

এছাড়া বিশ্বের ষষ্ঠ অধিনায়ক হিসেবে ৯ হাজার রান পূর্ণ করেছেন কোহলি। পন্টিং-এর মত এর আগে এই তালিকায় নাম তুলেছেন অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার, নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও ভারতের মহেন্দ্র সিং ধোনি। বোর্ডার ২৫৭ , ফ্লেমিং ২৭২ , স্মিথ ২২০ ও ধোনি ২৫৩ ইনিংসে অধিনায়ক হিসেবে ৯ হাজার রান পূর্ণ করেছিলেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top