গাজীপুরের কালীগঞ্জে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হাফিজুল ইসলাম (৪২) নামে এক মাহিন্দ্র চালককে স্থানীয় জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড মধ্য বালীগাঁও গ্রামে। লম্পট ধর্ষক উপজেলার মধ্য বালীগাঁও গ্রামের মৃত আলাউদ্দিন চৌকিদারের ছেলে। তার বিরুদ্ধে একাধিক বিয়ের অভিযোগ পাওয়া গেছে।
ধর্ষিতার পরিবার ও থানা সূত্রে জানা যায়, উপজেলার বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ওই শিক্ষার্থীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রতিবেশী মাহিন্দ্র চালক হাফিজুল্লাহ প্রায়ই উত্ত্যক্ত করতো। বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বাড়ির পাশে নির্জন স্থানে নিয়ে ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করে সে। ধর্ষণের বিষয়টি কাউকে বললে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় ধর্ষক হাফিজুল্লাহ।
গত রোববার ওই শিক্ষার্থী ধর্ষণের বিষয়টি তার পরিবার ও আত্মীয় স্বজনদের জানায়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে আবার মেয়েটিকে ধর্ষণ করলে উত্তেজিত এলাকাবাসী ধর্ষককে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সন্ধ্যায় ওই ধর্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
ধর্ষিতার বাবা বলেন, ‘রোববার আমার মেয়ে তার মামা বাড়ি পলাশ যাওয়ার পথে হাফিজুল্লাহ আমার মেয়েকে রাস্তায় আটকিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে বিষয়টি মেয়ে আমাদের জানায়। লম্পট হাফিজুল্লাহর সুষ্ঠু বিচার চাই।’
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু বকর মিয়া বলেন, এলাকাবাসী ধর্ষককে আটক করে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে সন্ধ্যায় পুলিশ ধর্ষণের অভিযোগে আটক করে থানা নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।