মেহেরপুরের গাংনীর কাজীপুর সীমান্তে দু’দল মাদক কারবারির মধ্যে গোলাগুলিতে সাজু (৩৫) নামের এক মাদক ব্যাবসায়ী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ সোমবার ভোর রাতের দিকে কাজীপুর মুন্সিপাড়া স্লইজগেট এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরী বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও আনুমানিক দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলেও পুলিশের ভাষ্য।
নিহত সাজু কাজীপুর গ্রামের পোস্ট অফিস পাড়ার বজলুর রহমানের ছেলে।
উপজেলার পীরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ অজয় দাশ বলেন, কাজীপুর মুন্সিপাড়া স্লইজগেট এলাকায় গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশের একটি টিম দ্রুত ছুটে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গোলাগুলি বন্ধ করে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। এ সময় ঘটনাস্থল তল্লাশি করে অস্ত্র, কার্তুজ, মাদকসহ একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় লাশটি মাদক কারবারি সাজুর বলে সনাক্ত করা হয়।
নিহত সাজুর বিরুদ্ধে গাংনী থানায় মাদক বিক্রির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে এবং সাজুর লাশ উদ্ধার মর্গে পাঠানোর প্রক্রিয় চলছে বলে জানান অজয় দাস।