‘মৃত’ ব্যক্তির গুলিতে ভারতীয় বাহিনীর ৪ জন নিহত

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের হিন্দওয়ারাতে বিদ্রোহীদের সাথে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর চার সদস্যের। প্রাণ গেছে এক সাধারণ নাগরিকেরও। মাত্র দু’দিন আগে কুপওয়ারাতেও বিদ্রোহীদের সাথে গুলির লড়াইয়ের ফলে প্রাণ যায় নিরাপত্তা বাহিনীর কয়েকজনের। এরপর আবার একই ঘটনা ঘটল। খবর এনডিটিভির।

জানা গেছে, চারজনের মধ্যে আছেন দুই সিআরপিএফ জওয়ান এবং দুই পুলিশ কর্মী।

সূত্রের খবর, হিন্দওয়ারার একটি বাড়িতে বিদ্রোহীরা লুকিয়ে আছে জানতে পেরে অভিযানে নামে বাহিনী। বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে বিদ্রোহীরা।

এর আগে শনিবারই জম্মু কাশ্মিরের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। বিভাগীয় জিওসি লেফটেন্যান্ট জেনারেল পরমজিৎ সিং তাকে গোটা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেন বলে সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে।

গত শুক্রবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় বিদ্রোহীদের সাথে সংঘর্ষে প্রাণ হারান নিরাপত্তা বাহিনীর কয়েকজন। সূত্র জানিয়েছিল, ‘ইতিমধ্যেই মৃত’ ধরে নেয়া হয়েছিল যে বিদ্রোহীকে, সে আচমকা একটি ধ্বংস হয়ে যাওয়া বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসে নিরাপত্তাকর্মীদের হতভম্ব করে দিয়ে তাদের দিকে গুলিবর্ষণ করতে শুরু করে। সিআরপিএফের একজন ইন্সপেক্টর, এক জওয়ান এবং জম্মু ও কাশ্মির পুলিশের দুই কর্মীর মৃত্যু হয়েছে এই গুলির লড়াইতে।

‘সন্ত্রাসবিরোধী’ অভিযান চলছিল কুপওয়ারা জেলার ল্যাঙ্গেট অঞ্চলের ক্রালকুন্দ গ্রামে। সেই সময়ই আচমকা শুরু হওয়া গুলির লড়াইতে প্রাণ হারান ওই চারজন। নিরাপত্তাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, দিনের মধ্যে অনেকটা সময়েই মাঝেমাঝেই গুলির লড়াইয়ে বিরতি চলছিল। কিন্তু নিরাপত্তাবাহিনীর সদস্যরা বিদ্রোহীরা যে বাড়িটিতে লুকিয়ে ছিল তার দিকে এগোতে শুরু করা মাত্রই ফের গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা বিদ্রোহীরা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top