ভারতের অনুরোধ প্রত্যাখান আইসিসির

পাকিস্তানকে ক্রিকেট বিশ্বে একঘরে করে দেয়ার যে অনুরোধ আইসিসির কাছে করেছিল, তা প্রত্যখান করেছে সংস্থাটি। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই’র অনুরোধ রাখা সম্ভব নয় বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। পাকিস্তানের সাথে ক্রিকেটীয় সম্পর্ক না রাখার বিষয়ে আইসিসিকে জানিয়েছিল ভারত। কিন্তু আইসিসি বলেছে এমন কোন অনুরোধ রাখতে পারছে না তারা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসিকে জানানো হয়েছিল, ‘যে দেশে সন্ত্রাসের লালন হয়’ সেই দেশের সঙ্গে সম্পর্ক রাখাটা সমস্যার। ইএসপিএন-এর খবর অনুযায়ী বোর্ডের মিটিংয়ে শনিবার আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর জানিয়ে দেন, ভারতের আবেদন মানা সম্ভব হচ্ছে না।

আইসিসির মিটিংয়ে বিসিসিআই-এর পক্ষ থেকে সংস্থার কার্যকরী সচিব অমিতাভ চৌধুরী ছিলেন। তিনি চিঠির প্রসঙ্গ তোলেননি মিটিংয়ে। কিন্তু শশাঙ্ক মনোহর নিজেই সেই প্রসঙ্গ তোলেন। এবং বোর্ডকে ভারতের চিঠি সম্পর্কে অবহত করেন। এর সঙ্গে এও জীনিয়ে দেন আইসিসির আসল লক্ষ্য ক্রিকেট। তারা রাজনীতি নিয়ে মাথা ঘামাতে চায় না।

গত মাসে ভারতীয় বোর্ডের প্রশাসক কমিটির প্রধান বিনোদ রাই বলেছিলেন, ক্রীড়া জগতের পাকিস্তানকে একঘরে করে দেওয়া উচিৎ ঠিক যেভাবে দক্ষিণ আফ্রিকাকে একসময় ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছিল বর্ণবৈষম্যকে প্রভাবিত করার জন্য। পুলওয়ামায় ভারতীয় বাহিনীর ওপর হামলার পর বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার দাবি উঠতে শুরু করেছিল ভারতে।

আইসিসির মিটিংয়ে সব প্রতিযোগী দেশকে নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়। আইসিসি চিফ এক্সিকিউটিভ ডেভিড রিচার্ডসন‌ বলেন, ‘ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যৌথ উদ্যোগে আইসিসি বিশ্বকাপের নিরাপত্তা বিষয়ক পরিকল্পনাও তৈরি। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে সে ব্যাপারে কাজ করছি। যাতে প্লেয়ার, অফিশিয়াল, সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত হয়।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top