নিউজিল্যান্ডের মাটিতে অলটাইম সফল মাহমুদুল্লাহ

নিউজিল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি সফল বাংলাদেশের মিডল-অর্ডার ব্যাটসসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। সেটি আরও একবার প্রমাণ করলেন তিনি। আজ শেষ হওয়া হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রান করেন মাহমুদুল্লাহ। এটি তার টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস। টেস্ট ক্যারিয়ারের চারটি সেঞ্চুরির মধ্যে ২টি তিনি পেয়েছেন নিউজিল্যান্ডের মাটিতে।

২০০৯ সালে টেস্ট অভিষেকের পর ২০১০ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেঞ্চুরির দেখা পান মাহমুদুল্লাহ। করেন ১১৫ রান। এরপর গেল বছরের শেষের দিকে ঢাকায় দু’টি সেঞ্চুরি করেন তিনি। এবার ওই হ্যামিল্টনেই নিজের ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি ও সেরা ইনিংস খেললেন মাহমুদুুল্লাহ।

এছাড়া টেস্ট ক্যারিয়ারে মাহমুদুল্লাহ’র ব্যাটিং গড় ৩৩.০১। আর নিউজিল্যান্ডের মাটিতে ৫১.৬২। সেখানে ৪ ম্যাচের ৮ ইনিংসে ৪১৩ রান তার। টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে তাদের মাটিতে এরচেয়ে বেশি রান বা গড় নেই মাহমুদুল্লাহ’র। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ভারতের মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ ব্যাটিং গড় তার। তবে সেখানে মাত্র ১টি টেস্ট খেলেছেন মাহমুদুল্লাহ।

টেস্টের মত ওয়ানডেতেও নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে সবচেয়ে সফল মাহমুদুল্লাহ। ক্যারিয়ারে ৩টি সেঞ্চুরির ১টি নিউজিল্যান্ডের মাটিতে করেছেন তিনি। সেটি এখনো অবিস্মরনীয়। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে পুল ‘এ’র ম্যাচে হ্যামিল্টনে অপরাজিত ১২৮ রান করেন মাহমুদুল্লাহ। অবশ্য ঐ ম্যাচটি ৩ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। ওয়ানডেতে নিউজিল্যান্ডের মাটিতে ২৬৭ রান করেছেন তিনি। যা বিদেশের মাটিতে কোন দলের বিপক্ষে মাহমুদুল্লাহর’ দ্বিতীয় সর্বোচ্চ রান।

সূত্র : বাসস। 

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top