কাওরান বাজারে ব‌স্তি‌তে আগুন

রাজধানীর ‌কাওরান বাজার রেললাইন ব‌স্তি‌তে উচ্ছেদ অভিযান চলাকা‌লে আগুন লাগে। প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নি‌য়ন্ত্রনে আনতে কাজ ক‌রে ফায়ার সা‌র্ভি‌সের চার‌টি ইউনিট। প্রাথমিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ‌রোববার দুপু‌রে ঘো‌ষিত উচ্ছেদ অভিযান চলাকা‌লে এঘটনা ঘ‌টে।

প্রত্যক্ষদর্শী ইকবাল হো‌সেন জানান, সকাল ১০টার সময় তেজগাঁও থানা পু‌লিশ রেললাইন ব‌স্তি‌তে উচ্ছেদ অভিযান শুরু ক‌রে। এরআগে একই স্থা‌নে উচ্ছেদ অভিযান চালি‌য়ে‌ছিল র‌্যাব। তখন ব‌স্তিবাসী‌দের অন্যত্র স‌রে যাওয়ার জন্য এক সপ্তাহ সময় দেয়া হ‌লেও স‌রে না যাওয়ায় আজ আবার অভিযান চালায় পু‌লিশ।

তি‌নি জানান, ব‌স্তিবাসী‌দের বিরু‌দ্ধে অনেকদিন ধ‌রে মাদক কারবার ও সেব‌নের অভি‌যোগ থাকায় বারবার এখা‌নে প্রশাসন চালাচ্ছে।

বস্তির বা‌সিন্দা হাফসা বেগম জানান, ইচ্ছাকৃতভা‌বে তাদের বাসায় আগুন লা‌গিয়ে দেয়া হ‌য়ে‌ছে। শেষ সম্বলটুকু যা ছিল সবই শেষ ক‌রে দেয়া হ‌য়ে‌ছে।

স্থানীয় বা‌সিন্দা মোয়া‌জ্জেম হো‌সেন জানান, বস্তিটা অনেকবার উচ্ছেদ ক‌রা হ‌য়ে‌ছে এর আগে। আজও সকাল থে‌কে পু‌লি‌শের উচ্ছেদ অভিযান চল‌ছিল। দুপুর ১২টার দি‌কে হঠাৎ ক‌রেই ভাঙ্গা বস্তি‌তে আগুন লে‌গে যায়।

‌তেজগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুর রশীদ জানান, সকাল থে‌কে উচ্ছেদ অভিযান চল‌ছিল। উচ্ছেদ অভিযান চলাকা‌লে দুপুর ১২টার দি‌কে ব‌স্তি‌তে থাকা চুলা বা অন্য কোথাও থেকে আগুন লে‌গে থাক‌তে পা‌রে। এক প্রশ্নের জবা‌বে তি‌নি ব‌লেন, এটি রেলও‌য়ের সম্পদ। রেল এসম্পদ তা‌দের দখ‌লে নি‌বেন। ‌

তেজগাঁও ফায়ার সা‌র্ভি‌সের ইন্স‌পেক্টর সাখাওয়াত হোসাইন জানান, অগ্নিকা‌ণ্ডের খব‌রে তা‌দের ৪টি ইউ‌নিট ঘটনাস্থ‌লেএসে আগুন নিয়ন্ত্রনে কাজ ক‌রে। ত‌বে কোন হতাহতের ঘটনা ঘ‌টে‌নি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top