গুরুতর অসুস্থ কাদের, নেয়া হচ্ছে সিঙ্গাপুর

হৃদরোগে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৬৭ )।

রোববার সকাল সাড়ে সাতটার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসকরা তার মেডিকেল চেকআপ করেন। চেকআপ শেষে তাকে দ্রুত এনজিওগ্রাম করার পরামর্শ দেন। পরে এনজিওগ্রাম শেষে চিকিৎসকরা জানান তার হার্টে ৩টি ব্লক ধরা পড়ে।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন, ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হবে।

তাকে বিদেশ নিয়ে উন্নত চিকিৎসা দেয়ার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) চিকিৎসকরা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘দেশবাসীর কাছে ওবায়দুল কাদের জন্যে দোয়া চাই।’

তিনি জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় ওবায়দুল কাদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিচ্ছেন। আমি দলীয় নেতাকর্মীদের বলবো অযথা ভীড় করবেন না। ওবায়দুল কাদের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top