মাহমুদুল্লাহর আক্ষেপ

নিউজিল্যান্ডের কাছে হ্যামিল্টন টেস্ট ইনিংস ও ৫২ রানের ব্যবধানে হারে সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে তামিম ইকবাল ও দ্বিতীয় ইনিংসে সৌম্য সরকার-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ সেঞ্চুরি করেন। তাই পুরো ম্যাচে তিন সেঞ্চুরির পরও অন্যান্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় টেস্টটি হারতে হলো বাংলাদেশকে। তবে এই টেস্টে দলের ভালো করার সুযোগ ছিলো বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তামিম-সৌম্যর সাথে নিজের সেঞ্চুরিটি আফসোস বাড়িয়েছে মাহমুদুল্লাহ’র।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাহমুদুল্লাহ বলেন, ‘ব্যাটিং-এর জন্য এই টেস্টে উইকেট খুবই ভালো ছিল এবং আমরা বড় একটা সুযোগই হারিয়েছি।’

প্রথম ইনিংসে ১ উইকেটে ১২০ রান তুলেও মিডল-অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৩৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দুর্দান্ত শুরুর পরও ব্যাটসম্যানদের বাজে পারফরমেন্স চোখে পড়েছে। তাই প্রথম ইনিংসে ভালো করতে না পারার আফসোস রয়েছে মাহমুদুল্লাহ’র। তিনি বলেন, ‘প্রথম ইনিংসে ১ উইকেটে ১২০ রান ছিল আমাদের। কিন্তু ২৩৪ রানে দল গুটিয়ে যায়। আমরা প্রথম ইনিংসে ভালো করতে পারলে, আমাদের বড় সুযোগ থাকতো।’

নিউজিল্যান্ড বোলারদের প্রশংসাও করেছেন মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড বোলাররা ঠিক জায়গা বল করে আমাদেরকে কঠিন পরিস্থিতিতে ফেলে দেয়। এখান থেকে আমাদের শেখার আছে।’
ম্যাচের প্রথম ইনিংসে তামিম ১২৬, দ্বিতীয় ইনিংসে সৌম্য ১৪৯ ও মাহমুদুল্লাহ ১৪৬ রান করেন।

জয় দিয়ে টেস্ট সিরিজ শুরু করতে পেরে খুশী নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। দলের খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়ে তিনি বলেন, ‘দুর্দান্ত এক জয়। ব্যাটিং-এ আমরা বড় সংগ্রহ দাড় করাতে চেয়েছি। দীর্ঘক্ষন ব্যাট করতে চেয়েছি এবং বেশ কয়েকটি বড়-বড় জুটি গড়তে চেয়েছি। আমরা সফল হয়েছি। এমন পীচে দুর্দান্ত বল করেছে বোলাররা। এই উইকেটে কোন সুইং ছিল না। কোন সিম মুভমেন্টও ছিলো না। দুই ইনিংসে বোলারদের ২০ উইকেট শিকার, সত্যিই প্রশংসনীয়। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট নতুনভাবে শুরু করতে হবে এবং পারফরমেন্স করতে হবে।’

ওয়েলিংটনে আগামী ৮ মার্চ থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top