লড়াই করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। আশাও জেগেছিল। কিন্তু হলো না। ইনিংস পরাজয়ের তিক্ত স্বাদই নিতে হলো বাংলাদেশকে। হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে বাংলাদেশ হেরে গেল ইনিংস ও ৫২ রানে। সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদ যে লড়াই করেছিলেন আজ সকালে, তাতে মনে হচ্ছিল ইনিংস পরাজয় অন্তত রোখা যাবে। কিন্তু প্রথমে সৌম্য বিদায় নেন। তবে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু তাকে সহায়তা করার মতো আর কেউ ছিলেন না। ফলে তাকে হার মানতেই হয়। সেইসাথে হার মানে বাংলাদেশও। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৪২৯ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২৩৪ রান, আর নিউজিল্যান্ড করেছিল ৬ উইকেটে ৭১৫ রান।
সৌম্য ও মাহমুদুল্লাহ আগের দিন ব্যাট করতে নেমেছিলেন। দিন শেষে সৌম্য ৩৯ আর মাহমুদুল্লাহ ১৫ রানে অপরাজিত ছিলেন। সেখান থেকেই আজ শুরু করেন। দুজনই সেঞ্চুরি করেছেন। তারা ২৩৫ রানের জুটি গড়েছিলেন। প্রথমে বিদায় নেন সৌম্য সরকার। তিনি করেছিলেন ১৪৯ রান। আর মাহমুদুল্লাহ রিয়াদ করেন ১৪৬ রান। ৯ম ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হন।
আজ অপর যে চার ব্যাটসম্যান আউট হয়েছেন তাদের কেউ দুই অঙ্কের স্কোর করতে পারেননি। মিরাজ ১, লিটন ১, আবু জায়েদ ৩ ইবাদত ০ রান করেন। আর খালেদ আহমেদ ৪ রানে অপরাজিত থাকেন।
নিউজিল্যান্ডের পক্ষে বোল্ট নেন ৫ উইকেট।