সৌম্য সরকার আর মাহমুদুল্লাহর লড়াইয়ে স্বপ্ন দেখছে বাংলাদেশ। না হ্যামিল্টন টেস্ট জয়ের নয়, বরং সম্মানজনক ফলাফলের। বড়জোর ম্যাচটি ড্র করতে পারবে বাংলাদেশ, যদি এই লড়াই অব্যাহত থাকে। আজ ম্যাচের চতুর্থ দিন। তারা আগের দিন ব্যাট করতে নেমেছিলেন। দিন শেষে সৌম্য ৩৯ আর মাহমুদুল্লাহ ১৫ রানে অপরাজিত ছিলেন। আজ তারা এখনো ব্যাট করে যাচ্ছেন। আজ তারা এ পর্যন্ত ৩৪ ওভার খেলে ফেলেছেন। কিন্তু এখনো আউট হননি। সৌম্য ১৩৫ আর মাহমুদুল্লাহ ৮৬ রানে ক্রিজে আছেন। তারা এ পর্যন্ত ২১৭ রানের পার্টনারশিপ গড়েছেন।
বাংলাদেশের স্কোর এখন ৪ উইকেটে ৩৩৬ রান। ইনিংস পরাজয় এড়াতে হলে বাংলাদেশকে করতে হবে আরো ১৩৮ রান।
উল্লেখ্য প্রথম ইনিংসে বাংলাদেশ ২৩৪ রানে অল আউট হয়েছিল। আর স্বাগতিক নিউজিল্যান্ড ৬ উইকেটে ৭১৫ রান করে ইনিংস ঘোষণা করেছিল।
অথচ গতকাল ছিল ইনিংস হারের শঙ্কা। শনিবার তৃতীয় দিন শেষে বাংলাদেশ পিছিয়ে ৩০৭ রানে। হাতে ছিল ৬ উইকেট।
একপ্রকার ধরাছোঁয়ার বাইরে গিয়ে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসের বাংলাদেশের ২৩৪ রানের জবাবে স্বাগতিকরা করেছেন ৬ উইকেটে ৭১৫ রান। অর্থাৎ বাংলাদেশের চেয়ে ৪৮১ রানে এগিয়ে তারপর থেমেছে কেন উইলিয়ামসনের দল।
কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ডাবল সেঞ্চুরি (২০০*) করেন। সেই সাথে নিউজিল্যান্ডও তাদের দলীয় সেরা স্কোর সংগ্রহ করে। এর আগে তাদের সেরা স্কোর ছিল ৬৯০ রান। উইলিয়ামসনের সাথে ৫৩ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন কলিন ডি গ্র্যান্ডহোম। ৩৫ বলে ৪৭ রান করে আউট হন নেইল ওয়াগনার। এর আগে জিত রাভাল ১৩২ ও টম লাথাম ১৬১ রান করেন। ৫৩ রান করেন হেনরি নিকোলস। বাংলাদেশের পক্ষে ইবাদত ও মাহমুদুল্লাহ একটি করে এবং সৌম্য ও মিরাজ দুইটি করে উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোই করেছিলেন তামিম ইকবাল ও সাদমান ইসলাম। দুইজনের ব্যাটে ৮৮ রান পায় দল। ব্যক্তিগত ৩৭ রানে আউট হন সাদমান। এরপর দ্রুতই ট্রেন্ট বোল্টের শিকার হয়ে ফিরেন মুমিনুল হক (৮) ও মোহাম্মদ মিঠুন (০)। সাদমানের উইকেটটি নেন নিল ওয়াগনার। অন্যপ্রান্তে অবশ্য টেস্টে নিজের জোড়া সেঞ্চুরির দিকেই এগুচ্ছিলেন তামিম। ইনিংসের ৩১তম ওভারে টিম সাউদির দ্বিতীয় শট বলটি লেগ স্ট্যাম্পের অনেকটা বাইরে থাকাবস্থায় তামিম নিচু হয়ে বলটি ছেড়ে দিতে চাইলেন। কিন্তু উঁচু হয়ে থাকা ব্যাটে বলটি লাগলে গ্লাভসবন্দী করেন বিজে ওয়াটলিং। তামিমের ৭৪ রানের ইনিংসটিতে ছিল একটি ছক্কা ও ১২টি চারের মার। এরপর সৌম্যকে নিয়ে দিনের বাকি সময় নির্বিঘেœ পার করেন অধিনায়ক মাহমুদুল্লাহ। বাংলাদেশ এখনো পিছিয়ে ৩০৭ রানে। বড় পার্টনারশিপ গড়তে না পারলে ইনিংস হারের মুখোমুখি হওয়ার সম্ভাবনাই বেশি।