তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গণতন্ত্র হাইজ্যাককারী ও অগ্নিসন্ত্রাসীদের দল বিএনপিকে সাথে নিয়ে ড. কামাল হোসেন গণতন্ত্র রক্ষার কথা বলছেন, যা অত্যন্ত হাস্যকর। এটা জনগণের সাথে ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। যে দলের প্রতিষ্ঠাতা বন্দুক উঁচিয়ে ক্ষমতা দখল করেছিল, যে দলে ক্ষমতায় আসার জন্য জনগণের উপরে পেট্রোল বোমা নিক্ষেপ করে, সে দলের সাথে জোট করে মুখে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে জাতির সাথে মশকরা করা।
শনিবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের নতুন কমিটির সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম সভাপতিত্ব করেন এবং সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মজিবুর রহমান। এসময় যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইতালি, বেলজিয়াম, জার্মানিসহ সর্ব ইউরোপীয়ান দেশের নেতৃবৃন্দ।
তথ্যমন্ত্রী বলেন, ৩০ শে ডিসেম্বরের আগে জনগণের হাতে ক্ষমতা ছিল, ৩০ শে ডিসেম্বরের পরে ক্ষমতা ছিনতাই হয়েছে- জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন তার এ বক্তব্যের মাধ্যমে প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন যে দেশের ক্ষমতা জনগণের হাতেই আছে। কারণ ৩০শে ডিসেম্বরের আগে যেহেতু শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং ৩০ শে ডিসেম্বরের নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আবারো দেশের প্রধানমন্ত্রী হয়েছেন।
এতেই প্রমাণিত হয় দেশের ক্ষমতা আগেও জনগণের হাতে ছিল, এখনো আছে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে শেখ হাসিনার হাতে আবারো দেশ পরিচালনার ভার তুলে দিয়েছেন।