এক কাপ চায়ের দাম যুদ্ধবিমান মিগ ২১!

এক কাপ চায়ের দাম কত হতে পারে দেশ ভেদে স্থানীয় মুদ্রায় ৫-১০ কিংবা এরচেয়ে কিছু বেশি অংকের অর্থ। কিন্তু যদি বলা হয় একটি চায়ের দাম সমান একটি মিগ-২১ যুদ্ধবিমান তাহলে নিশ্চয়ই অবাক হবেন। এমন একটি কৌতুকই সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি অবাক করার মতোই।

পাকিস্তানের হামলা চালাতে গিয়ে ধরা পড়েছিলেন ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। ধরা পড়ার পর তার দুটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। তার একটিতে দেখা গেছে অভিনন্দন একটি রুমে দাড়িয়ে চা খেতে খেতে এক পাকিস্তানি সেনা কর্মকর্তার প্রশ্নের জবাব দিয়েছেন। এক পর্যায়ে তাকে প্রশ্ন করা হয় ‘চা কেমন হয়েছে’? জবাবে অভিনন্দন বলেন, ‘চা খুব চমৎকার হয়েছে, আপনাকে ধন্যবাদ’।

পাকিস্তান-ভারত উত্তেজনা নিয়ে দুই দেশের সাধারণ নাগরিকদেরও উৎসাহের অন্ত নেই। কেউ কেউ এ নিয়ে মজার মজার অনেক কাণ্ডও করে বসছেন। তেমনই এক কাণ্ড করেছেন কিছু পাকিস্তানি ফেসবুক ব্যবহারকারী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পাকিস্তান বিমান বাহিনীর অফিসার্স মেসের ক্যান্টিনের একটি ক্যাশ মেমো। এতে ওই এককাপ চায়ের দামের ঘরে লেখা রয়েছে মিগ-২১।

ওই ক্যাশ মেমোটি আসলেই পাকিস্তান বিমান বাহিনীর অফিসার্স মেসের ক্যান্টিনের কিনা তার সত্যতা নিশ্চিত হওয়া না গেলেও আলোচনার জন্ম দিয়েছে এই ক্যাশ মেমো। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে পাকিস্তানিরা বলছেন, তাদের দেশের এক কাপ চায়ের দাম ভারতের একটি যুদ্ধবিমানের সমান।

পাকিস্তানে হামলা চালাতে গিয়ে গত বুধবার আটক হয়েছিলেন ভারতীয় পাইলট অভিনন্দন। পাকিস্তানি গোলার আঘাতে তার বিমান বিধ্বস্ত হয় এবং প্যারস্যুট নিয়ে লাফ দিয়ে প্রাণ বাঁচান তিনি। তবে মাটিতে নামার পর পাইলটের হাতে ছিল একটি পিস্তল। সে উপস্তিত লোকদের কাছে জানতে চায় জায়গাটি ভারত নাকি পাকিস্তান। একজন চালাকি করে জবাব দেয় ‘এটি ভারত’। এটি শুনেই পাইলট বেশ কয়েকটি স্লোগান দেন এবং জানতে চান জায়গাটির নাম। জায়গাটির নাম কিলা’ন বলে জানায় উপস্থিত যুবকরা। পাইলট তাদের বলেন যে তিনি আহত এবং পানি খেতে চান। স্থানীয় নাগরিকরা তাকে পাকিস্তান সেনাবাহিনীর হাতে তুলে দেয়। শুক্রবার দুই দেশের ওয়াগা সীমান্ত দিয়ে তাকে দেশে ফেরত পাঠিয়েছেন পাকিস্তান।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top