নরসিংদীর পলাশে এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে ধরা খেয়ে লোকলজ্জার ভয়ে আত্মহত্যা করেছেন ভবেন পাল (৩৫) নামে এক মৎস্য ব্যবসায়ী। শনিবার সকালে পুলিশ উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান এলাকার ওই প্রবাসীর বসতবাড়ি থেকে ভবেনের লাশটি উদ্ধার করে। ভবেন পাল ওই এলাকার মৃত অতুল পালের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে রাবান এলাকার ওই প্রবাসীর স্ত্রীর সাথে ভবেন পালের পরকীয়ার সম্পর্ক চলছিল। কিছুদিন আগে ওই প্রবাসী বাড়িতে এলে তার স্ত্রীর সাথে মৎস্য ব্যবসায়ী ভবেন পালের পরকীয়ার সম্পর্কের বিষয়টি জানতে পারেন। এরপর বিষয়টি নিয়ে গোপনে ওই প্রবাসী তার স্ত্রী ও ভবেনকে অবৈধ মেলামেশা না করার জন্য একাধিকবার সাবধান করেন। এতে ভবেন কোনো সাড়া না দিয়ে সম্পর্ক চালিয়ে যাচ্ছিল।
শুক্রবার রাতে স্ত্রীর পরকীয়া হাতে নাতে ধরতে কাজের কথা বলে সন্ধ্যা রাতে ওই প্রবাসী বাড়ি থেকে বের হয়ে পাশের একটি ছোপের আড়ালে লুকিয়ে থাকেন। পরে ভবেন পাল তার স্ত্রীর রুমে প্রবেশ করলে ওই প্রবাসী পিছন থেকে রুমের দরজায় তালা বন্ধ করে এলাকার লোকজনকে খবর দেন। এতে ভবেন পাল লজ্জায় রুমের ভেতরেই গলায় কাপড় প্যাঁচিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা এসে পুলিশকে খবর দিলে পুলিশ ভবেনের লাশটি উদ্ধার করে।
পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ায় ধরা খেয়ে লোক-লজ্জার ভয়ে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।