আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ছেলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণার পর সৌদি আরব জানিয়েছে তারা আগেই তার নাগরিকত্ব বাতিল করেছে। দেশটির উম্মুল কুরা পত্রিকা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের ব্যাপারে গত শুক্রবার এ তথ্য জানায়।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে উম্মুল কুরা জানায়, ২২ ফেব্রুয়ারি এক রাজকীয় ফরমানের দ্বারা তার নাগরিকত্ব বাতিল করা হয়েছিল। তবে কেন এ সিদ্ধান্ত নেয়া হয়েছে, সে ব্যাপারে কোনো কিছু উল্লেখ করা হয়নি।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র হামজাকে আল কায়েদার উদীয়মান নেতা হিসেবে উল্লেখ করে তার কোনো খোঁজ দেয়ার ব্যাপারে ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেন।
ওয়াশিংটন আশঙ্কা করছে, ৩০ বছর বয়সী হামজা তার পিতার বদলা নিতে পারে। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে এক অভিযানে ওসামা বিন লাদেনকে হত্যার দাবি করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী নেভি সিল।
ওয়াশিংটন হামজার অবস্থানের ব্যাপারে পরিষ্কার কিছু না জানলেও ধারণা করছে, হামজা পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া বা ইরানের কোনো ভূগর্ভস্থ বাড়িতে অবস্থান করছে। সূত্র : সিয়াসত ডেইলি