বান্দরবান জেলখানায় আবদুশ শুক্কুর (৩৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। সে কক্সবাজার জেলার মাদক মামলার আসামী।
সূত্র জানায়, আবদুশ শুক্কুরকে গত বছরের ২৭ অক্টোবর কক্সবাজার জেল থেকে অন্য বন্দিদের সাথে বান্দরবান জেলখানায় নিয়ে আসা হয়। ইয়াবা পাচার ও সেবনের অভিযোগে তাকে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আটক করা হয়েছিল। পরে আদালত ৬ মাসের জেল দেয়। এ মাসের ১৩ তারিখে তার ছাড়া পাওয়ার কথা ছিল।
বান্দরবান জেলখানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (জেলার) দিদারুল আলম জানান, কক্সবাজারের উখিয়ার শাপলাপুর এলাকার মোহাম্মদের ছেলে আবদুশ শুক্কুরকে মাদক মামলায় আদালত ৬ মাসের জেল দেন।
গত ১৬ সেপ্টেম্বর তাকে কক্সবাজার জেলে নেয়া হয়। পরে সেখানে জায়গার সংকুলান না হলে তাকে কক্সবাজার জেল থেকে বান্দরবান জেলে নিয়ে আসা হয়।
শুক্রবার বেলা ১২ টার দিকে হঠাৎ আবদুশ শুক্কুর শরীরে ব্যথা অনুভব করলে তাকে জেল হাসপাতালে নেয়ার সময় মাটিয়ে পড়ে যায়। এ সময় তার মাথায় আঘাত লাগে। তৎক্ষণাৎ তাকে বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়। পরে দুপুর সাড়ে ১২টায় সেখানকার চিকিৎসক আবদুশ শুক্কুরকে মৃত ঘোষণা করেন।
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আবদুশ শুক্কুরের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ ধারণা করছেন। জেলার জানান, আগামী ১৩ মার্চ তার সাজার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
জেল সুপার সহকারী কমিশনার অরুণ কৃষ্ণ জানান, সদর হাসপাতালে লাশ রয়েছে। ময়না তদন্তের পর পরিবারের সদস্যদের দেয়া হবে।