বিষের শিশি হাতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

বিষের শিশি হাতে নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রী। হয় বউ হবেন, না হয় লাশ হয়ে প্রেমিকের বাড়ির শ্মশানে যাবেন বলে জানিয়েছেন এই অবস্থানকারী।

এ ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বুরুয়া গ্রামে।

সরেজমিনে শুক্রবার বুরুয়া গ্রামে গিয়ে জানা গেছে, উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বাগলবাড়ী গ্রামের এক ছাত্রী দীর্ঘদিন ধরে কলাবাড়ী ইউনিয়নের বুরুয়া গ্রামের কাশিনাথ বাড়ৈর কলেজপড়–য়া ছেলে রথীন বাড়ৈয়ের (২৫) সাথে প্রেমের সম্পর্ক করে আসছিল। এ সময় বিয়ের প্রলোভন দিয়ে রথীন বাড়ৈ তার প্রেমিকার সাথে শারিরীক সম্পর্ক চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রথীন সটকে পড়েন। কোনো উপায়ন্ত না দেখে ওই ছাত্রী বিয়ের দাবিতে প্রেমিক রথীনের বাড়ীতে অবস্থান নেন।

গোপালগঞ্জ মডেল পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যায়নরত এই ছাত্রী জানান, আমাকে যদি রথীন বিয়ে না করে তা হলে আমি এ বাড়িতেই লাশ হয়ে শ্মশানে যাবো। তিনি বলেন, রথীন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ালেখা করছেন।

রথীনের মা কানন বাড়ৈ বলেন, রথীন ও এই মেয়েটির সম্পর্কের কথা আমাদের জানা নেই। রথীন দু’মাস ধরে বাড়িতে আসে না। সে বর্তমানে ঢাকায় আছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *