দাগনভূঞায় বিনামূল্যে ৫০ শিশুর খৎনা

ফেনীর দাগনভূঞা পৌরসভার উদরাজপুর মিয়া বাড়ির বেদার উদ্দিন তৌহিদের উদ্যোগে আজ শুক্রবার প্রায় ৫০ জন শিশুর সুন্নতে খৎনার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উদরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানব কল্যাণ সোসাইটির সভাপতি মো: দেলোয়ার হোসেন বাহার।

দাগনভূঞা পৌরসভার সাবেক প্যানেল মেয়র নজির আহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের ফেনী শাখার জয়েন্ট সিনিয়র জেনারেল ম্যানেজার ও ইনচার্জ মু. জামাল উদ্দিন, অজি উল্যাহ মুন্সি মেডিকেল অ্যান্ড খৎনা সেন্টারের ব্যবস্থাপক আনোয়ার হোসাইন, মিদ্দারহাট আদর্শ একাডেমীর সেক্রেটারি মো: শাহাদাত হোসেন।

শিশুদের সুন্নতে খৎনার দফতর সম্পাদক বেদার উদ্দিন তৌহিদের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল মান্নান ভেন্ডার, সমাজসেবক মোজাম্মেল হক হকসাব, ব্যবসায়ী মো: হেলাল উদ্দিন, মানব কল্যাণ সোসাইটি চর মজলিসপুর শাখার সভাপতি মো: ইকবাল হোসেন সোহেলসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কোয়ান্টাম ফাউন্ডেশন ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি উক্ত খৎনায় সহযোগিতা করছে।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ অপারেশন রুমে গিয়ে শিশুদের সুন্নতে খৎনার কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।

প্রসঙ্গত, বেদার উদ্দিন তৌহিদ মানব কল্যাণে তিন বছর যাবত ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে শিশুদের সুন্নতে খৎনার এ আয়োজন করে আসছেন। এছাড়া সুন্নতে খৎনা করা শিশুদের লুঙ্গি, গামছা, টুপি ও ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top