পাইলট অভিনন্দনের মুক্তি কূটনৈতিক সাফল্য : অমিত শাহ

পাইলট অভিনন্দনকে পাকিস্তানের হাত থেকে ছাড়িয়ে আনাকে ভারতের কূটনৈতিক সাফল্য বলে দাবি করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপাতি অমিত শাহ। তিনি বলেন, এটি ভারতের জয়।

শুক্রবার দিল্লির এক সংবাদমাধ্যম আয়োজিত সভায় শাহ বলেন, ভারতের সন্ত্রাসবাদ দমন নীতি এবং দেশের কূটনৈতিক কৌশলেই এই সাফল্য করায়ত্ত হয়েছে। তার দাবি, ‘সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আপসহীন নীতি গ্রহণ করেছি এবং তার জেরে আপাতত বিশ্বের দরবারে পাকিস্তান একঘরে হয়ে পড়েছে। এত স্বল্প সময়ে পাইলট অভিনন্দনকে পাকিস্তান সেনাবাহিনীর হেফাজত থেকে ছাড়িয়ে আনার মতো পরিস্থিতি তৈরি করা আমাদের কূটনৈতিক কৌশলের পরিচায়ক।’

প্রসঙ্গত বৃহস্পতিবা পাকিস্তান পার্লামেন্টের এক যৌথ অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা দিয়েছেন তারা শান্তির বার্তা হিসেবে পাইলট অভিনন্দনকে ভারতের হাতে তুলে দিতে চান। এর মাধ্যমে পাকিস্তান দিল্লিকে এই বার্তা দিচ্ছে যে, তারা শান্তির পক্ষে যে কোন পদক্ষেপ নিতে আগ্রহী।  সূত্র : এই সময় 

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top