হ্যামিলটনে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে বিশাল লিডের পথে চলছে স্বাগতিক নিউজিল্যান্ড। শুক্রবার সকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনের খেলা চলছিল। নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৩৫২ রান।
টেস্টের প্রথম দিন বাংলাদেশকে ২৩৪ রানে অলআউট করে দিয়ে ব্যাটিং শুরু করে নিউজিল্যান্ড। প্রথম দিন শেষে কোন উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে ৮৬ রান তুলেছিল তারা। দ্বিতীয় দিন সেখান থেকে ব্যাটিং শুরু করে সেঞ্চুরি পেয়েছেন দুই ওপেনার। দলীয় ২৫৪ রানে প্রথম উইকেটের পতন হয় স্বাগতিকদের। ১৩২ রান করে জিত রাভাল আউট হন এই টেস্টে বাংলাদেশর অধিনায়ক মাহমুদুল্লার বলে। খালেদ আহমেদকে ক্যাচ দেন রাভাল।
এরপর দ্বিতীয় উইকেট শিকারে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় আরো অনেকক্ষণ। দলীয় ৩৩৩ রানে আরেক ওপেনার টম লাথামকে ফিরিয়েছেন সৌম্য সরকার। ১৬১ রান করা লাথামের ক্যাচটি নিয়েছেন মোহাম্মদ মিথুন। এর একটু পরে ব্রেন্ডন টেইলরকেও ফিরিয়েছেন সৌম্য। তবে এক প্রান্তে ৫০ রানে অপরাজিত আছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। চতুর্থ উইকেটে তার সাথে জুটি বেঁধেছেন হেনরি নিকোলস।
এই ইনিংসে এখন পর্যন্ত ১২৩ রানে লিড পেয়েছে কিউইরা। লিডটাকে আরো বড় করে বাংলাদেশের ধরাছোয়ার বাইরে নিয়ে যেতে চাইছে তারা। প্রথম ইনিংসে বাংলাদেশর ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবাল সেঞ্চুরি পেলেও অন্যরা ছিলেন ব্যর্থ।