কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং তারা যে কোন পরিস্থিতির জন্য প্রস্তুত বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর মিডিয়া উইং আইএসপিআর। পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন, যে কোন ভারতীয় আগ্রাসন প্রতরোধ করতে পাকিস্তান সামরিক বাহিনী তার পূর্ব সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। দেশবাসীকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে গিয়ে তিনি একথা বলেন।
বৃহস্পতিবার মেজর জেনারেল আসিফ গফুর আরো বলেন, একই সাথে পাকিস্তান নৌ ও বিমান বাহিনীও পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছে। গত ৪৮ ঘণ্টায় ভারতীয় সেনারা কোটলি, খুইরাত্তা ও তাত্তা পানি সেক্টরে যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে। পাকিস্তান সেনাবাহিনীও তার যথাযথ প্রতিক্রিয়া জানাচ্ছে।
পাকিস্তান আইএসপিআর ভারতীয় হামলায় ৪ বেসামরিক নাগরিকের মৃত্যুর কথা জানায়। তবে যে কোন পর্যায়ের পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত আছে। এসময় জনগনকে কোন গুজবে কান না দেয়া এবং দায়িত্বশীলতার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আহ্বান জানিয়েছে।