নালিতাবাড়ীতে উদ্ধার তক্ষক ইকোপার্কে অবমুক্ত

নালিতাবাড়ী উপজেলার পৌর-শহরের আড়াইআনী বাজারের চকপাড়া মহল্লার তোফাইল মিয়ার পরিত্যক্ত রান্নাঘর থেকে পুলিশ একটি তক্ষক গতকাল বৃহস্পতিবার উদ্ধার করেছে। পরে বিকেলে মধুটিলা ইকুপার্কে অবমুক্ত করা হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার পৌর-শহরের আড়াইআনী বাজারের চকপাড়া মহল¬ার তোফাইল মিয়ার পরিত্যক্ত রান্নাঘর থেকে থানা পুলিশ ১২ ইঞ্চি লম্বা একটি তক্ষক সাপ উদ্ধার করে।

তবে থানা পুলিশ জানিয়েছে পার্শ্ববর্তী উপজেলা হালুয়াঘাট থেকে তক্ষক পাচারকারী চক্র বৃহস্পতিবার দুপুরে একটি শপিং ব্যাগে করে এই তক্ষক সাপটি পাচার করতে চাচ্ছিল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারী ব্যক্তি পালিয়ে যায়। পুলিশ ওই তক্ষক সাপটি উদ্ধার করে বন বিভাগের মধুটিলা রেঞ্জে হস্তান্তর করে।

পরে বনবিভাগ বিকেলে সমেশ্চুড়া বনবিট কর্মকর্তা আব্দুর রউফ, সমাজিক বনায়নের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন, এএসআই আজাহার আলী, পার্কের ইজারাদার সাদ্দাম হোসেন, মারফত আলী মারুফ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মধুটিলা ইকোপার্কে তক্ষক সাপটি অবমুক্ত করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top