গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন এলাকার আবাসিক একটি বোডিং থেকে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এক যুবকের লাশ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। নিহত যুবকের নাম রোকন উদ্দিন (৩০)। সে রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ডের নারায়ণপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার এসআই শহর আলী জানান, দৌলতদিয়া রেলস্টেশন এলাকার রফিকুল ইসলামের মালিকানাধীন মোল্লা বোডিংয়ে বৃহস্পতিবার দুপুরের পর রোকনের লাশ পড়ে থাকতে দেখে বোডিং কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, নিহত যুবকের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ এজাজ শফী বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নিহত যুবক নেশাগ্রস্থ ছিল। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।