কৃষ্ণনগরে নৌকার প্রার্থী হয়েছেন তৃতীয়

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে অনেক বড় ভোটের ব্যবধানে হেরে গেছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. কবিরুজ্জামান মন্টু।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জাতীয় পার্টির প্রার্থী আকলিমা খাতুন লাকীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ প্রার্থীর চেয়ে প্রায় তিনগুণ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।

এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে তিন প্রার্থী অংশগ্রহণ করেছেন। জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছেন কৃষ্ণনগর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান সন্ত্রাসীদের গুলিতে নিহত জাপা নেতা কেএম মোশারফ হোসেনের স্ত্রী আকলিমা খাতুন লাকী। নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়েছেন আওয়ামী লীগ নেতা মো. কবিরুজ্জামান মন্টু। পাশাপাশি আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়েছেন আব্দুর রহমান।

কালিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জামির হায়দার বলেন, এই ইউনিয়নে ২০ হাজার ৫৫৩টি ভোট রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। ভোট গণনা শেষে দেখা যায়, লাঙল প্রতীক পেয়েছে ৭ হাজার ৪৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর আনারস প্রতীক পেয়েছে ৩ হাজার ৪২১ ভোট আর নৌকা প্রতীক পেয়েছে ২ হাজার ১৩৫ ভোট। ফলাফলে বেসরকারিভাবে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী আকলিমা খাতুন লাকীকে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ী প্রার্থী আকলিমা খাতুন লাকীর মেয়ে সামিয়া সুলতানা বলেন, বুধবার রাত থেকেই আওয়ামী লীগের প্রার্থী ও তার পক্ষের লোকজন প্রচার করেছেন রাতেই ভোট কেটে নেয়া হয়ে গেছে। এরপরও সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি, ভোটারদারে দ্বারে দ্বারে গেছি। কেন্দ্রে ভোটার উপস্থিতি খুব থাকলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মানুষ ভোটকেন্দ্রে এসে লাঙল প্রতীকে ভোট দিয়ে আমার মাকে জয়যুক্ত করেছেন। উন্নয়নের মাধ্যমে মানুষের ভোটের প্রতিদান দেবেন আমার মা।

প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেনকে (৫২) গুলি ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। মোটরসাইকেলযোগে আসা মুখোশধারী সন্ত্রাসীরা হত্যা শেষে নির্বিঘ্নে চলে যায়। ঘটনায় জড়িত কাউকে এ পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। কেন এ হত্যাকাণ্ড এ বিষয়ে স্পষ্ট ধারণা মেলেনি আজো। তার মৃত্যুর পর আজ এখানে উপ-নির্বাচন হয়। নির্বাচনে তার স্ত্রী জয়ী হন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top