ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যে সৌদি ক্রাউন প্রিন্সের বিশেষ বার্তা নিয়ে পাকিস্তান যাচ্ছেন সৌদি পররাষ্ট্র মন্ত্রী ইব্রাহিম আল আসাফ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বৃহস্পতিবার জানিয়েছেন একথা।
কোরেশি বলেন, আমি সৌদি পররাষ্ট্র মন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছি। তিনি পাকিস্তানে আসার আগ্রহ প্রকাশ করেছেন, আমি তাকে স্বাগত জানিয়েছি। তিনি আরো বলেন, ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের বিশেষ বার্তা নিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রী পাকিস্তানে আসবেন।
মাত্র এক সপ্তাহ আগে পাকিস্তান সফর করে গেছেন সৌদি যুবরাজ। একদিন পরে তিনি ভারতেও সফর করেছেন। দুই দিনের ইসলামাবাদ সফরে পাকিস্তানের ২ হাজার কোটি মার্কিন ডলারের বিনিয়োগ চুক্তি করেছেন মোহাম্মদ বিন সালমান। ইসলামাবাদ ও রিয়াদের মধ্যে কয়েক দশকের ঘনিষ্ঠ মিত্রতা। তাই এই সঙ্কটময় পরিস্থিতিতেও সৌদি আরব পাকিস্তানের পাশে থাকবে বলে আশা করছে পাকিস্তান।
এদিকে জিও নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, যে কোন সময় পরিস্থিতি নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে টেলিফোনে আলাপ করতে আগ্রহী প্রধামন্ত্রী ইমরান খান। প্রশ্ন রেখে তিনি বলেন, মোদি কি রাজি?
কোরেশি আরো বলেন, আমরা সব কিছুর জন্য প্রস্তুত। যদি তারা শান্তিকে অগ্রাধিকার দেয়, আমরা শান্তির জন্য প্রস্তুত। যদি তারা সংলাপকে অগ্রাধিকার দেয় আমার সংলাপের জন্য প্রস্তুত।
এদিকে পাকিস্তানের হাতে আটক ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দনকে দেশে ফিরিয়ে দেয়ার দাবি করেছে ভারত। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেছেন, এটি ইতিবাচক দাবি। এটি বিবেচনা করা যাবে।
তিনি বলেন, যদি উইং কমান্ডার অভিনন্দনকে ফেরত দিলে শান্তি আসে তবে আমরা অবশ্যই তা করবো।