রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ভবনে অবরুদ্ধ শিশু ও নারীসহ অন্তত ৮ জনকে উদ্ধার করেছে দমকলকর্মীরা।
উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম বলেন, আগুন ভবনের সিঁড়ির পাশে ছড়িয়ে পড়ায় ধোয়া এবং তাপের কারণে ওই ভবনের বাসিন্দারা নিচে নামতে পারেননি। এক পর্যায়ে তারা অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের কর্মীরা বিকল্প ব্যবস্থায় মই দিয়ে শিশু ও নারীসহ মোট ৮ জনকে উদ্ধার করে এনেছে।
তিনি বাসসকে জানান, আজ বৃহস্পতিবার বেলা ১১টা ২৪ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন উত্তরা ১১ সেক্টরের ১৮ নম্বর সড়কের ৪তলা একটি বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই ওই ভবনের চতুর্থ তলার নিচ তলায় বৈদ্যুতিক বোর্ডে আগুন লেগেছে। তারপর উত্তরা ফায়ার স্টেশনের ২টি ইউনিটের প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সূত্র : বাসস