ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি) উপনির্বাচনের মেয়র পদে উপনির্বাচনে ২১৯ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। যার প্রতিটি কেন্দ্রেই আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম এগিয়ে আছেন।
প্রাপ্ত ১৯২ কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন এক লাখ ৩৯ হাজার ১৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ পেয়েছেন তিন হাজার ৯৩২ ভোট।
বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ২১৯কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম।
আবুল কাশেম জানান, ২১৯ টি কেন্দ্রের প্রতিটি কেন্দ্রেই আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম এগিয়ে আছেন। নির্বাচনে এখন পর্যন্ত ২১৯ কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২৯ দশমিক ১৭ শতাংশ ভোট পড়েছে।
অন্যান্য প্রার্থীদের মধ্যে প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিবি) শাহিন খান পেয়েছেন এক হাজার ৭০ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনিসুর রহমান দেওয়ান পেয়েছেন এক হাজার ৫৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম পেয়েছেন এক হাজার পাঁচ ভোট।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণের ১৮টি করে ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর এবং ১২টি নারী কাউন্সিলর পদে নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়তে পারে বলে আশা করছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এমন আশাবাদ ব্যক্ত করেন।