পুরনো ঢাকার আবাসিক এলাকা থেকে কেমিক্যাল, প্লাস্টিক ও অন্যান্য ঝুঁকিপূর্ণ দাহ্য পদার্থের কারখানা ও গোডাউন অপসারণে অভিযান শুরু করেছে টাস্কফোর্স।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের নির্দেশে আজ বৃহস্পতিবার থেকে মাঠ পর্যায়ে কাজ শুরু হয়েছে।
আজ মোট ২১টি হোল্ডিংয়ের গ্যাস, পানি এবং বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।
অভিযানকালে কমিটির সদস্য ছাড়াও কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সচিব মো: মোস্তফা কামাল মজুমদার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো: শরিফ আহমেদের নেতৃত্বে ২৯নং ওয়ার্ডস্হ ইসলামবাগ এলাকার অভিযানে মোট ৮টি এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর জাহিদ হোসেনের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ডস্হ শহীদনগর এলাকার পরিচালিত অভিযানে মোট ১৩টিসহ সর্বমোট ২১টি হোল্ডিংয়ের গ্যাস, পানি এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।
হোল্ডিং মালিকদের আগামী শনিবারের মধ্যে মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে দেয়া হয়।
নির্ধারিত সময়ের মধ্যে মালামাল সরিয়ে নিলে রোববার গ্যাস, পানি এবং বিদ্যুতের পুনঃসংযোগ দেয়া হবে।
অভিযানের সময় ডিএসসিসিসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, তিতাস গ্যাস, বিস্ফোরক অধিদফতর, লোকাল থানার ওসি, ঢাকা ওয়াসা, ডিপিডিসি ইত্যাদি মোট ১০টি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।