উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হ্যানয়ে দ্বিতীয় দিনের এক আলোচনায় মিলিত হয়েছেন। আট মাস আগে তাদের মধ্যকার সর্বশেষ বৈঠকের পর সম্পর্ক জোরদারের লক্ষ্যে তারা আলোচনা করেন। খবর এএফপি’র।
ট্রাম্প এই সম্মেলন থেকে বড় ধরনের কিছু প্রত্যাশা না করার কথা ব্যক্ত করে বৃহস্পতবার সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ চুক্তির ব্যাপারে তার ‘কোনো তাড়া নেই।’ তিনি বলেন, এর সুফল পেতে সময় লাগবে।
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘দেশটির নিরস্ত্রীকরণের ব্যাপারে সবদিক বিবেচনা করে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের কোনো তাড়া নেই। আমরা সঠিক চুক্তিটিই করতে চাই।’
বিলাসবহুল মেট্রোপোল হোটেলে কিমের সাথে তিনি বৈঠক বসেন।
‘সবচেয়ে ভালো ফলাফল অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানোর’ কিম প্রতিশ্রুতি দিয়েছেন।
হ্যানয়ের যেখানে এ দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে তাদেরকে পাশাপাশি হাঁটতে দেখা যায়।
ট্রাম্প বলেন, ‘গুরুত্বপূর্ণ এ সংলাপ অব্যাহত রয়েছে।’
স্থানীয় সময় দুপুর ২টায় চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভিয়েতনাম ছাড়ার আগে ট্রাম্প একটি সংবাদ সম্মেলন করবেন। তবে কিম রাষ্ট্রীয় এক সফরের জন্য ভিয়েতনামে অবস্থান করবেন এবং এই সপ্তাহান্তে তিনি হ্যানয় ছাড়বেন।