পাকিস্তানের পাশে অকুণ্ঠভাবে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের

ভারতীয় হামলার ঘটনায় দ্বিধাহীনভাবে পাকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তুরস্ক। রেডিও পাকিস্তান এ খবর জানিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশির সাথে এক ফোনালাপে এই সহানুভূতির কথা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মওলুদ কাভুসওগলু। খবর ডনের।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আবুধাবিতে ওআইসির আসন্ন বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হলে তার বিরোধিতা করবে তুরস্ক।

জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও তাকে ফোন করে বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

রাশিয়া থেকে এস-৪০০ ক্রয় চূড়ান্ত 
এ দিকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, রাশিয়া থেকে তুরস্কের এস-৪০০ ক্রয় এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মঙ্গলবার তুরস্কের এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

এরদোগান বলেন, এস-৪০০ নিয়ে আর বিতর্কের সুযোগ নেই। রাশিয়া থেকে এই ব্যবস্থা কেনার বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে। তবে যুক্তরাষ্ট্র কখনো তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা প্যাট্রিয়ট বিক্রির জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করলে আঙ্কারা তাদের কাছ থেকেও তা কিনবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রথম থেকেই তুরস্ককে এস-৪০০ কেনার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য চাপ দিয়ে আসছে। তবে এরদোগান এর আগেও বলেছেন, তুরস্ক মার্কিন চাপের কাছে নতিস্বীকার করবে না। এরপর রাশিয়া থেকে ২০১৯ সালের মধ্যেই এস-৪০০ আনার চুক্তি সম্পন্ন হয়। ২০১৮ সালের ২৬ মে এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এস-৪০০ কেনার ক্ষেত্রে তুরস্ককে বাধা দেয়ার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই। ২০১৭ সালে তুরস্ক ও রাশিয়ার মধ্যে এস-৪০০ ক্রয়সংক্রান্ত চুক্তিটি সই হয়েছিল।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top