প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ভাষানটেক বস্তির আগুন

আড়াই ঘন্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে মিরপুরের ভাষানটেকে জাহাঙ্গীর বস্তিতে লাগা আগুন। এখনো কারো নিহত হবার খবর জানা যায়নি।

পুরানো ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের এক সপ্তাহ না পেরোতেই, রাত দেড়টার পর ভাষানটেক বস্তিতে লাগে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার ইন্সপেক্টর আতোয়ার রহমান জানিয়েছেন, দমকল বাহিনীর নয়টি স্টেশনের ২১টি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সমর্থ হয়েছে। কিন্তু আগুনের সূত্রপাত কিভাবে হলো তা নিশ্চিতভাবে জানাতে পারেননি তিনি।

ইতোমধ্যেই সেখানকার শতাধিক বাড়িঘর পুড়ে গেছে বলে জানা গেছে।

রহমান জানিয়েছেন, আগুন লাগার পর প্রথমে আটটি ইউনিট কাজ শুরু করে।

পরে আগুন বাড়তে থাকলে দমকল বাহিনীর আরো দশটি ইউনিট যুক্ত হয়।

বস্তির বেশিরভাগ বাড়িঘর কাঁচা, অর্থাৎ ঢেউটিন, বাঁশ ও কাঠের উপকরণ দিয়ে তৈরি হবার ফলে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

কিন্তু আগুন লাগার অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিস কাজ শুরু করে। এরপর স্থানীয় মানুষেরাও আগুন নেভাতে এগিয়ে এসেছেন বলে জানা যায়।

রাত চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় ফায়ার সার্ভিস। তবে এখনো বিভিন্ন জায়গায় ধোয়া বের হতে দেখা যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এদিকে ভাষানটেক থানার ডিউটি অফিসার জানিয়েছেন, এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এছাড়া আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তদন্ত সাপেক্ষে তা নিরূপণ হবে। মিরপুর ১৪ নম্বরের ভাষানটেক জাহাঙ্গীর বস্তি সিআরপি হাসপাতালের পাশে অবস্থিত।

পুলিশ বলছে, ঐ বস্তিতে প্রায় এক হাজার ঘর আছে, যেখানে বহু নিম্ন আয়ের মানুষ বাস করেন।

এক বছর আগেও ঐ বস্তিতে আগুনে শতাধিক ঘর পুড়ে গিয়েছিল।
সূত্র : বিবিসি

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top