অপ্রতিরোধ্য বার্সেলোনার কাছে পাত্তাই পেল না রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বার্সেলোনা৷ কোপা দেল রে’র দ্বিতীয় পর্বের সেমিফাইনালে রিয়ালকে তাদের ঘরের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত করল বার্সা৷ দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে সেমিফাইনাল জিতে কোপা দেল রে’র ফাইনালে উঠল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা৷
এই নিয়ে টানা ছ’বার কোপা দেল রে’র খেতাবি লড়াইয়ে জায়গা করে নিলো কাতালান ক্লাবটি৷ এল ক্লাসিকোর অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনার হয়ে জোড়া গোল করেন সুয়ারেজ৷ অপর গোলটি রিয়ালের রাফায়েল ভারানের আত্মঘাতী৷ ম্যাচের তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে৷ প্রথমার্ধের খেলা থাকে গোলশূন্য৷
প্রথমার্ধের বেশিরভাগ সময় ম্যাচে রিয়ালের দাপট বজায় থাকে৷ দু’টি সহজ সুযোগ হাতছাড়া করে তারা৷ তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে বার্সেলোনা৷ সুযোগের সদ্ব্যবহার করে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় বার্সা এবং স্যান্টিয়াগো বার্নাব্যুতে শেষ সাত বারের লড়াইয়ে এই নিয়ে পঞ্চম জয় তুলে নেয় তারা৷
ম্যাচের ৫০ মিনিটের মাথায় দেম্বেলের পাস থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন সুয়ারেজ৷ ৬৯ মিনিটে ভারানে ভুলবশত নিজেদের জালে বল জড়িয়ে বসেন৷ ফলে বার্সা এগিয়ে যায় ২-০ ব্যবধানে৷ ৭২ মিনিটে নিজেদের বক্সে সুয়ারেজকে নিয়মবিরুদ্ধভাবে ফাউল করে বসেন ক্যাসেমিরো৷ রেফারি তাকে হলুদ কার্ড দেখানোর পাশাপাশি পেনাল্টি উপহার দেন বার্সেলোনাকে৷ ৭৩ মিনিটে স্পট কিক থেকে রিয়ালের জালে বল জড়াতে ভুল করেননি সুয়ারেজ৷
কোপা দেল রে’র সেমিফাইনালের রেশ কাটিয়ে ওঠার আগেই আগামী শনিবার লা লিগার ম্যাচে স্যান্টিয়াগো বার্নাব্যুতেই সম্মুখসমরে নামবে রিয়াল-বার্সা দু’দল৷ বার্সেলোনা কোপা দেল রে’র ফাইনাল খেলতে নামবে অপর সেমিফাইনালে যুযুধান রিয়াল বেটিস ও ভ্যালেন্সিয়ার মধ্যে জয়ী দলের বিরুদ্ধে৷