আটক ভারতীয় পাইলট দ্বিতীয় ভিডিও প্রকাশ পাকিস্তানের

পাকিস্তানের গুলি করে ভূপাতিত করা ভারতীয় পাইলটের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান। বুধবার পাকিস্তান দুটি ভারতীয় জঙ্গি বিমান গুলি করে ভূপাতিত করে। তারা একজন ভারতীয় পাইলটকেও আটক করার কথা জানায়। ভারতও স্বীকার করেছে, তাদের এক পাইলটকে পাকিস্তান আটক করেছে।

আটক ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দনের প্রথম একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল পাকিস্তানের সাময়িক বাহিনীর ফেসবুক পেজে। ওই ভিডিওতে তাকে চোখ ও হাত বাঁধা অবস্থায় করা প্রশ্নের উত্তর দিতে দেখা যায়। এবার তার দ্বিতীয় একটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান।

প্রথম ভিডিওটি প্রকাশের পর ভারতের পক্ষ থেকে নির্যাতনের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় এই ভিডিওটি প্রকাশ করা হয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে। এতে ভারতীয় উইং কমান্ডারকে চা পান করতে করতে অনেকটা স্বাভাবিক ভঙ্গিতেই কথা বলতে দেখা যায়। এসময় তিনি জানান, পাকিস্তানি সেনা কর্মকর্তারা তার সঙ্গে ভালো আচরণ করছেন। সম্মান দিয়েছেন।

ভিডিওর শুরুতে অভিনন্দন বলেন, ‘আমি আমার এই বক্তব্য রেকর্ডে রাখতে চাই। যখন আমাকে দেশে ফেরত পাঠানো হবে তখনও আমি আমার বক্তব্য পরিবর্তন করব না। পাকিস্তান সেনা কর্মকর্তারা খুব ভালোভাবে আমার দেখভাল করেছেন। ক্যাপ্টেন থেকে শুরু করে যে জনতা আমাকে উদ্ধার করেছিল, সৈন্য থেকে শুরু করে যে ইউনিটের কর্মকর্তাদের কাছে আমাকে তারা নিয়েছিল, সবাই ভালো আচরণ করেছেন।’

কথার এই পর্যায়ে পাকিস্তানের একজনকে বলতে শোনা যায়, ‘ভারতের কোথা থেকে আপনি এসেছেন?’

জবাবে ভারতের পাইলট বলেন, ‘আমার কি সেটা বলার কথা? কূটনৈতিক পথ অবলম্বনের আগে আমি বলতে পারি, আমি দক্ষিণাঞ্চল থেকে এসেছি।’

বিয়ে করেছেন কিনা? -এমন প্রশ্নের জবাবে অভিনন্দন বলেন, ‘হ্যা’।

‘আশা করি চা পছন্দ হয়েছে?’ -এমন প্রশ্নে ভারতীয় কর্মকর্তা বলেন, ‘ধন্যবাদ, চা চমৎকার হয়েছে।’

এরপর পাকিস্তানি কর্মকর্তা প্রশ্ন করেন, ‘কোন ধরনের বিমান আপনি চালাচ্ছিলেন?’

জবাবে ভারতীয় উইং কমান্ডার বলেন, ‘দুঃখিত মেজর, আমি সেটা আপনাকে বলতে পারব না। কিন্তু আমি নিশ্চিত আপনারা ধ্বংসাবশেষ দেখেছেন।’

আপনার মিশন কী ছিল? -এমন প্রশ্নের জবাবে ভারতের বিমানবাহিনীর কর্মকর্তা অভিনন্দন বলেন, ‘দুঃখিত, আমরা এটা আপনাদের বলার অনুমতি রাখি না।’

ভিডিওতে এতটুকু কথোকপথনই দেখা যায়।

এর আগের প্রথম ভিডিওতে অভিনন্দনকে বলতে দেখা যায়, ‘আমার নাম কমান্ডার অভিনন্দন। আমার সার্ভিস নাম্বার ২৭৯৮১, আমি একজন পাইলট, আমার ধর্ম হিন্দু।’ পরের প্রশ্নে বলেন, ‘দুঃখিত স্যার, আমার এর চেয়ে বেশি বলার অনুমতি নেই।’

বুধবার সকালে ভারতীয় মিগ-২১ বিমান ভূপাতিত করার পর আহত অবস্থায় তাকে গ্রেফতার করে পাকিস্তান। তবে তার আঘাত গুরুত্বর ছিল না। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ভিডিওটি ধারণা করা হয়েছে।

বিমান বিধ্বস্ত হওয়ার পর আজাদ কাশ্মিরের স্থানীয় বাসিন্দারা প্রথমে তাকে উদ্ধার করেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top