ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতা মহিউদ্দিন মাস্টার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রাত সাড়ে দশটায় ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। তিনি গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। সোমবার রাতে নিহতের বড় ভাই আছর উদ্দিন টেলিফোনে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
আছর উদ্দিন অভিযোগ করেন, শুক্রবার রাত সাড়ে দশটায় স্থানীয় আ.লীগ নেতা সাইদুল সলামের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে মহিউদ্দিন মাস্টারের বাড়িতে গিয়ে হামলা ও ভাচুর করে । এসময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার ছোট ভাইকে এলোপাথারী কুপিয়ে আহত করে। রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে শনিবার ঢাকায় পাঠালে স্বজনরা স্কয়ার হাসপাতালে ভর্তি করেন । মঙ্গলবার রাত সাড়ে দশটায় তিনি মারা যান।