কেরানীগঞ্জের মালঞ্চে নির্মাণাধীণ পাওয়ার হাউজে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের পরিদর্শক আতাউর রহমান।
তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুতের সাব স্টেশনটিতে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আহত নিহত হওয়ার ব্যাপারেও কিছু জানা যায়নি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে বলে জানান তিনি।
এর আগে বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার চকবাজারে নন্দ কুমার দত্ত রোডের শেষ মাথায় মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানসনে স্মরণকালের ভয়াবহ আগুন লাগে। এ ঘটনায় মারা যান ৬৮ জন। এ আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সকাল ৯টার দিকে জানিয়েছে, টানা দশ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধারকাজে অংশ নেয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট এবং বিমান বাহিনীর হেলিকপ্টার।