দুর্গাপুর( নেত্রকোনা) প্রতিনিধি: জানুয়ারী মাসের শুরুতে সারা দেশে পালিত হয়েছে বই উৎসব। কিন্তু এই বই উৎসবের ২ মাসে পেরিয়ে ফেলেও এখনো বইয়ের দেখাই পাইনি নেত্রকোনার দুর্গাপুরের বেশ কিছু বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পৌর শহরের বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুল ঘুরে দেখা যায়, এখন ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বইটি হাতে পায়নি শিক্ষার্থীরা। ফলে শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে হতাশা বিরাজমান। এখনো পাঠ্য বই পাওয়া যায় নি তাহলে শিক্ষার্থীরা পড়বে কি করে এমন নানান প্রশ্নই দানা বেধেছে অনেকের মনে।
অভিভাবকরা বলেন, বাচাঁরা এখনো হিন্দু ধর্ম বইটি পাইনি। ধর্মীয় বিভিন্ন দিক তাদের মাঝে তুলে ধরতে এই বই সহয়তা করে। ২ মাসে পেরিয়ে এখনো বইটি না পাওয়ার অনেক কিছু জানা থেকে বঞ্চিত হচ্ছে তারা।
এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের ভূইয়ার জানায়, চাহিদা মতই সবাইকে বই সরবরাহ করে হয়েছে। তবে এখনো যদি কোন প্রতিষ্ঠান বই না পেয়ে থাকলে চাহিদা পত্র দিয়ে জানানো মাত্রই প্রয়োজনীয় বই সরবরাহ করার চেষ্টা করবো।