ভারতের বিমান হামলার বদলা নিতে আকাশসীমা লঙ্ঘন করে ভারতীয় ভূখণ্ডে পাকিস্তানি যুদ্ধবিমানের হামলার খবর স্বীকার করলো ভারত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানের অন্তত তিনটি বোমারু বিমান ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের আকাশে ঢোকে। ভারতের সীমান্ত এলাকার চার জায়গায় বোমা বর্ষণ করে পাকিস্তা বিমান। তবে ভারতীয় বিমান বাহিনী সেগুলিকে প্রায় সঙ্গে সঙ্গেই ফেরত পাঠাতে সক্ষম হয়েছে বলেও দাবি করেছে ভারত।
রাজৌরির ডিডি মীর আইজাজ পাকিস্তানের বোমারু বিমানের ভারতে ঢোকার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, নিয়ন্ত্রণ রেখার ঠিক পাশেই চারটি শুনশান এলাকায় বোমা বর্ষণ করে যায় পাকিস্তানের তিনটি যুদ্ধবিমান। এই চার জায়গা হল – রাজৌরি জেলার নাদিয়ান, লাম ঝাঙ্গার, কেরি এবং পুঞ্চের হামিরপুর এলাকার ভীমবের গাল্লি। পাকিস্তানি বোমা বর্ষণে ৫ জন সাধারণ নাগরিক আহত হয়েছেন।
তবে ভারতীয় বিমান বাহিনীর দাপটে পাক যুদ্ধবিমানগুলি বেশিক্ষণ সীমান্তের এ পারে থাকতে পারেনি। ভারতীয় সেনা পালটা জবাব দেওয়া শুরু করলেই পালিয়ে যায় পাকিস্তানের যুদ্ধবিমানগুলি। এমনটাই দাবি করেছে, ভারত।
এদিকে ভারতের অর্থমন্ত্রী অরুন জেটলি বলেছেন, যে ভাবে পাকিস্তানে ঢুকে ওসামা বিন লাদেনকে মেরেছিল আমেরিকা, ঠিক তেমনই পাকিস্তানে গিয়ে মাসুদ আজহারকে খতম করে আসার ক্ষমতা রয়েছে ভারতে। বালাকোটে এয়ার স্ট্রাইকেই এক দিন পরে এমনই হুংকার ছাড়লেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে লুকিয়ে থাকা আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে অভিযান চালিয়ে হত্যা করে মার্কিন সেনা বাহিনী। সেই ঘটনার কথা উল্লেখ করে অরুণ জেটলি বলেন, আজকের দিনে সবকিছুই সম্ভব। তিনি বলেন, ‘মার্কিন নৌবাহিনী যদি পাকিস্তানে গিয়ে বিন লাদেনকে মারতে পারে, তাবলে আজ সবকিছুই সম্ভব। পুলওয়ামা হামলার পর গোটা দেশ আমাদের সঙ্গে রয়েছে। আমেরিকা যদি পাকিস্তানের অ্যাবোটবাদে ঢুকে বিন লাদেনকে মারতে পারে, তাহলে আমরা কেন পারব না? আমরা জানি, এটা আমরা করতেই পারি।’
বুধবার ভারতীয় বিমান বাহিনীর দুটি জঙ্গিবিমান ভূপাতিত করেছে পাকিস্তান, এবং দুই পাইলটকে আটক করেছে। এক পাইলের একটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। অন্যদিকে ভারত দাবি করেছে তারা পাকিস্তানের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে।