পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ কর্মকর্তাদের সাথে ইমরান খানের বৈঠক

পারমাণবিক ইস্যুতে সিদ্ধান্ত নেয়ার দায়িত্বপ্রাপ্ত কমিটির সাথে জরুরী বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। চলমান উত্তেজনার মধ্যেই এই বৈঠক ডাকলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বুধবার এই বৈঠক ডাকা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই খবর দিয়েছে।

পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণের জন্য দায়িত্ব প্রাপ্ত আছে একটি উচ্চ পর্যায়ের কমিটি। এই কমিটি নীতি প্রণয়ন, মহড়া, অস্ত্র মেতায়েন, গবেষণা ও উন্নয়নসহ পারমাণবিক বিষয়গুলোর দায়িত্বপ্রাপ্ত। ন্যাশনাল কমান্ড অথরিটি(এনসিএ) নাম এই কমিটির

মঙ্গলবার জাতীয় নিরাপত্তা বিষয়ক বেসামরিক কমিটির বৈঠকে এনসিএ’র সাথে ইমরান খানের বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবারের ওই বৈঠকটিও অনুষ্ঠিত হয়েছিল ভারতের সাথে চলমান উত্তেজনা বিষয়ে।

গত ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতি হামলায় ৪০ ভারতীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফ নিহত হওয়ার পর দুই দেশের দুই সপ্তাহ ধরে চলা উত্তেজনা বুধবার রুপ নেয় হামলা, পাল্টা হামলায়। ভারতের পক্ষ থেকে দাবি করা হয় তারা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটের আকাশ সীমায় প্রবেশ করে বিমান হামিলা চালিয়েছে উগ্রবাদী আস্তানায়। পাকিস্তান দাবি করেছে এসময় দুটি ভারতীয় বিমান ভূপাতিত ও দুই পাইলটকে আটকের কথা। এক পাইলটের ভিডিও প্রকাশ করেছে তারা। ওই পাইলটের নাম উইং কমান্ডার অভিনন্দন।

অন্যদিকে বুধবার সকালে পাকিস্তানি কয়েকটি যুদ্ধবিমান প্রবেশ করে ভারতের আকাশসীমায়। এসময় একটি পাকিস্তানি এফ-১৬ যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ভারত।

পরিস্থিতি আরো অবনতি হওয়ার আশঙ্কায় উভয় দেশই সীমান্তর্বী এলাকার বেশ কিছু বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি জরুরি বৈঠকের বসেছেন শীর্ষ কর্মকর্তাদের নিয়ে। অন্য দিকে গোয়েন্দা বাহিনীর সাথে বৈঠক করছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top