নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে লিটন (২৮) হত্যার দায়ে তিন বন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচার শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন।
রায় ঘোষণার সময় তিন আসামির মধ্যে রফিকুল ও হাবীব ওরফে কাউসার ওরফে হাবলা উপস্থিত ছিলেন। অপর আসামি শরীফ মিয়া পলাতক।
মামলার সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১ ডিসেম্বর সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে রফিক, হাবীব ও শরীফ তাদের বন্ধু লিটনকে তুলে নিয়ে নিতাইগঞ্জ খালঘাটের একটি পরিত্যক্ত ভবনের ছাদে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় লিটনের ভাই সিরাজ মিয়া বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। রফিক ও কাউসার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
অতিরিক্ত পিপি ফজলুর রহমান জানান, এ মামলায় আদালত উচ্চ আদালতের অনুমোদন সাপেক্ষে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন।