রাজধানীর উত্তরায় এক শিশুকে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুর থেকে উত্তরার আজমপুরে প্রধান রাস্তায় অবস্থান নেন এলাকাবাসী। তাদের সাথে যুক্ত হন ছাত্ররা।
নিহত শিশুটি কিশোরগঞ্জের কটিয়াদীর বনগ্রামের আব্দুর রশিদের ছেলে রিফাত।
প্রতিবাদকারীরা রিফাতের হত্যাকারী হিসেবে বাড়ির মালিক অজিত কুমারকে অভিযুক্ত করছেন। তারা জানান, চার দিন আগে ঘুড়ি উড়ানো নিয়ে রিফাতের উপর চড়াও হন বাড়ির মালিক অজিত কুমার। এক পর্যায়ে রড দিয়ে আঘাতের ফলে মৃত্যু হয় শিশু রিফাতের। পরে তার লাশ বাড়ির সেফটি ট্যাংকিতে লুকিয়ে রাখেন অজিত। এ বিষয়ে দক্ষিণখান থানায় মামলা করার চেষ্টা করলেও পুলিশ মামলা নেয়নি।
তারা মামলা না নেয়ায় পুলিশের বিরুদ্ধে শ্লোগান দেয় এবং থানার ওসির শাস্তি দাবি করেন।
সড়ক অবরোধ করায় মহাখালী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তরা থানা পুলিশ সমঝোতার চেষ্টা করছে।