জেলা ও পুলিশ প্রশাসনের সাথে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা মতবিনিময় করেছেন।
জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জেলার পদস্থ কর্মকর্তাদের সাথে মাশরাফি বিন মর্তুজার এটিই প্রথম মতবিনিময় সভা।
জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে¡ সভায় প্রধান অতিথি ছিলেন মাশরাফি বিন মর্তুজা। এছাড়া পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক মনিরুজ্জামান, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাসসহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত, জনস্বাস্থ্য, পানি উন্নয়ন বোর্ড, কৃষি সম্প্রসারণ অধিদফতর, বিদ্যুৎ বিভাগ, তথ্য অফিস ছাড়াও বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা নড়াইল জেলাকে মাদকমুক্ত, বাসযোগ্য মডেল জেলা গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। এছাড়া তার নাম ভাঙ্গিয়ে কেউ যদি কোন প্রকার প্রতারণা করেন, সে বিষয়ে তাকে অবগত করার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।