ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের পদত্যাগ প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। দেশটির সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে আজ বুধবার এ তথ্য জানানো হয়।
জাভেদ জারিফের কাছে লেখা এক চিঠিতে রুহানি বলেন, আমি মনে করি, আপনার এই পদত্যাগটি দেশের স্বার্থের বিপরীতে যাবে। তাই এটি অনুমোদন করা হয়নি।
ইরানের বার্তা সংস্থা ইরনায় প্রতাশিত ওই চিঠিতে আরো বলা হয়, মার্কিন প্রবল চাপের মোকাবেলায় দেশের সর্বোচ্চ নেতা আপনাকে একজন বিশ্বস্ত, বুদ্ধিমান ও ধার্মিক ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন। তাই আমি আপনার এই পদত্যাগকে জাতীয় স্বার্থের পরিপন্থী বলে মনে করছি। আর সে কারণেই আমি এটি প্রত্যাখ্যান করছি।
প্রত্যাখ্যানের এ খবর প্রকাশিত হওয়ার আগে ইরানের রেভুল্যুশনারি গার্ডের একজন শীর্ষ কমান্ডার বলেন, তেহরানের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বর্তমানে প্রধান ব্যক্তি হচ্ছেন জাভেদ জারিফ। একই সাথে তিনি দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একজন সমর্থনপুষ্ট ব্যক্তি।
রেভুল্যুশনারি গার্ডের অন্যতম শাখা কুর্দস ফোসের প্রধান কাসেম সোলায়মানি ফার নিউজ এজেন্সিকে বলেন, ইরানের পররাষ্ট্রনীতির মূল পরিচালক হচ্ছেন জাভেদ জারিফ। তিনি সবসময়ই দেশের শীর্ষ ব্যক্তিদের সমর্থন লাভ করে থাকেন সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন